বাংলা সংবাদ মাধ্যম

জুসের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানকে হত্যার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগরে মায়ের দেয়া বিষ মেশানো জুস খেয়ে রহিত দত্ত (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ২টার দিকে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মৃত শিশু রহিত দত্ত নকিপুর হরিতলা গ্রামের মৃত গোপাল দত্ত ও সুস্মিতা দত্তের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রহিতের কাকা উজ্জল দত্ত জানান, দুপুর ২টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে আসার পর রহিতের মা তাকে জুস খেতে দেয়। জুস খাওয়ার পর সে বমি করতে শুরু করে। প্রতিবেশীরা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র শিশুপুত্রকে নিয়ে রহিতের মা পৃথক একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। রহিতের মায়ের জুসের বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শুক্রবার সকালে নকিপুর বাজারের একটি দোকান থেকে লাউগাছে ছেটানোর কথা বলে রহিতের মা বিষ কিনে আনেন। পরবর্তীতে জুসের সঙ্গে মিশিয়ে সন্তানকে খাইয়ে ছেলের অসুস্থতার কথা প্রচার করেন মা। স্থানীয়রা পরবর্তীতে রহিতদের বাড়িতে যেয়ে একটি বিষের প্যাকেট উদ্ধার করেছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর মা সুস্মিতা দত্তকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বলেন, ‘মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা বিষ মেশানোর কথা স্বীকার করেছে। তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নিহতের কাকা উজ্জ্বল বাদী হয়ে সুস্মিতা দত্তের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

Leave A Reply

Your email address will not be published.