বাংলা সংবাদ মাধ্যম

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে অ্যাড. বলরাম পোদ্দারের ফুলের শুভেচ্ছা

৫ম বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে অ্যাড. বলরাম পোদ্দারের শুভেচ্ছা

কাইয়ুম হোসেনঃ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অবিকল্প সারথী, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, অ্যাডভোকেট বলরাম পোদ্দার। ১৭ ই জানুয়ারী বুধবার গণভবনে তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন

রাজনীতি হচ্ছে মানুষের কল্যানের জন্য, রাজনীতি মানুষকে পুড়িয়ে হত্যার জন্য নয়। আগুন, বোমা নিক্ষেপ করে, রেল লাইন উপড়ে ফেলে ঘুমন্ত নিরীহ যাত্রীদের হত্যা করা রাজনীতি নয়। এগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিএনপি বাংলাদেশকে পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়ার বাংলাদেশ। সম্ভাবনার হাতছানি দেওয়া দুর্বার গতিতে এগিয়ে চলার দুরন্ত বাংলাদেশ। আওয়ামী লীগ গণমানুষের দল যা মানুষের ভাগ্যোন্নয়নের জন্য সবসময় কাজ করে।

তাই বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তির দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের উন্নয়নের জন্য বারবার দরকার। এ কারণেই বাংলাদেশের মানুষ গত ৭ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে পঞ্চম বারের মতো সরকার গঠন করেছে কারণ তারা জানে, বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকেই তাদের পাশে বিকল্প নাই।

Leave A Reply

Your email address will not be published.