বাংলা সংবাদ মাধ্যম

ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার কোনো শঙ্কা নেই। তবে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদুল ফিতরের জামাত ঘিরে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে। ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জায়নামাজ ছাড়া বাড়তি কোনো ব্যাগ সঙ্গে আনতে পারবেন না।

হাবিবুর রহমান জানান, ঈদ জামাতের জন্য রাজধানীর ১৮৪টি ঈদগাহ এবং এক হাজার ৪৮৮টি মসজিদে নিরাপত্তা দেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.