বাংলা সংবাদ মাধ্যম

আ. লীগদের জামাই আদর করা হচ্ছে, আর বিএনপি’র লোকদের রিমান্ডে দেওয়া হয়েছিলো

রিপোর্ট কাইয়ুম হোসেনঃ আওয়ামী লীগের লোকদের জামাইর আদর করা হচ্ছে, আর বিএনপি’র লোকদের রিমান্ডে নেয়া হয়, এখনো সময় আছে সাবধান হয়ে যান, প্রয়োজনে আরো ১৮ বছর আন্দোলন করবো, আপনারা ভাববেন না যে, আমরা কাছের গ্লাস, একটু নাড়া দিলেই ভেঙে যাবো, ১৮ বছর আমরা ভাঙি নাই, আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমাদেরকে ভাংতে পারেনি, ৫ই আগস্ট এর পরে যারা বিএনপির সেজেছেন, আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমাদেরকে কিছুই করতে পারবেন না, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ৫ নম্বর ওয়ার্ডে কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদখল, মাদক কেনাবেচা করতে দবোনা। যারা চাঁদাবাজ সন্ত্রাস ভূমিদস্যুদের মদদ দিচ্ছেন তারাও সাবধান হয়ে যান। বলেছেন সবুজবাগ থানা ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফুজ্জামান লিটন খান। শনিবার ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর সবুজবাগের বাসাবো বালুর মাঠে কদমতলা সংসদের সামনে চাঁদাবাজ-মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল তিনটার দিকে রাজধানীর সবুজবাগের ৫ নং ওয়ার্ডের কালীবাড়ি শ্মশান ঘাট মোরে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন, এরপর ৩টা ৩০ মিনিটে শুরু হয় মিছিল।

মিছিলটি সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, মাদকসহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিয়ে শ্মশানঘাট থেকে শুরু করে বাসাবোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসাবো বালুর মাঠ কদমতলা সংসদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরদার, সিনিয়র সহ-সভাপতি সেলিম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গুরুদাস প্রমুখ।

এ সময় সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ড বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দেরসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সমাবেশে বক্তারা দুষ্কৃতিকারী, মাদক, চাঁদাবাজ এবং ভূমিদস্যুদের আশ্রয় প্রশ্রয়দাতাদের প্রতিও কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে তাদের সাবধান হয়ে যেতে অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.