বাংলা সংবাদ মাধ্যম

অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় ভাঙচুর, রক্ষা পেলেন শাকিব

ভারতের আসামের পশ্চিম খাগড়াবাড়িতে গতকাল (২৮ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। তবে অনুষ্ঠান দেরি হওয়ায় স্থানীয়রা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে এই আয়োজন, ভেঙে ফেলা হয়েছে মঞ্চ ও শতাধিক চেয়ার। 

জানা গেছে, আয়োজকদের অনিয়ম ও অসততার জের ধরে শাকিব খান আসামে থেকেও অনুষ্ঠানস্থলে যেতে বিলম্ব করেছেন। ফলে এক হাজার রুপি দিয়ে টিকিট কেটে দর্শকরা নায়ককে দেখতে না পেয়ে ক্ষেপে গিয়ে পুরো আয়োজনটি পণ্ড করে দিয়েছেন। এ ঘটনার সময় শাকিব খান ও ইধিকা পাল অনুষ্ঠানস্থলে না থাকায় বেঁচে গেছেন দর্শক আক্রমণ থেকে।

এদিন রাত ৮টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও সেটি ১১ টা বাজেও শুরু হয়নি। ফলে উত্তেজিত দর্শকেরা হামলা চালাতে থাকেন মঞ্চে। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

শাকিব খান ও ইধিকা সেসময় মঞ্চে থেকে দূরেই ছিলেন। ফলে কোনো ধরণের ক্ষতির মুখে পড়েননি দেশের সিনেমার সবচেয়ে বড় এই তারকা।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম জানিয়েছে,  অনুষ্ঠানের উত্তপ্ত পরিস্থিতির সময় সেখানে উপস্থিত ছিলেন না তিনি। আয়োজকদের গাফলতিতেই এমনটা হয়েছে বলে দাবি করেছেন অনেকে।

এদিকে এ ঘটনার পর আজ (২৯ ডিসেম্বর) ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল শাকিব খানের। কিন্তু প্রথম ঘটনার রেশ ধরে পরের অনুষ্ঠানটিও বাতিল করেছেন এই নায়ক।

Leave A Reply

Your email address will not be published.