বাংলা সংবাদ মাধ্যম

সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিজেস্ব প্রতিবেদকঃ ঢাকা ৯ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সবুজবাগ থানা বিএনপির নেতাকর্মীরা। ১৪ ই অক্টোবর সোমবার বিকেলে রাজধানীর সবুজবাগ এর বাসাবো বালুর মাঠে মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিকেল ৪ ঘটিকায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বালুর মাঠ থেকে শুরু করে রাজারবাগ, কালিবাড়ি, মাদারটেক, বাসাবো টেম্পোস্টান্ড হয়ে বাসাবো কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে হাজার হাজার নেতা কর্মীরা বিভিন্ন ফেস্টুন ব্যানার হাতে নিয়ে ফাঁসি চাই, ফাঁসি চাই, সাবের হোসেনের ফাঁসি চাই সহ বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে সবুজবাগের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

সমাবেশে বক্তারা ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাবের হোসেন চৌধুরী ক্ষমতায় থাকাকালীন নানান ধরনের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন। সময় ভুক্তভোগী গুম খুন হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন এবং তাদের সাথে যে নির্যাতন করা হয়েছে তা তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও সবুজবাগ থানার সাবেক বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব,

এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরের বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, সবুজবাগ থানার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান খান লিটন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি খন্দকার এনাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আউয়াল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হুমায়ুন, সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ঢাকা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন খোকন, মুক্তিযুদ্ধ দলের সভাপতি সাদেক আহমেদ খান, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার, সবুজবাগ থানা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল রহিম, ঢাকা মহানগর দক্ষিণ এর ৭৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোহেল আহমেদ মাকসুদ, ৭৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাজী রমজান আলী, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপি’র অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বর্তমান সরকারের ঊর্ধ্ব মহলের কাছে ৭টি হত্যা মামলার আসামি সাবের হোসেন চৌধুরীকে রিমান্ড অবস্থায় মুক্তির বিষয় প্রতিবাদ করেন এবং পুনরায় তাকে গ্রেফতার করে ফাঁসির দাবি করেন। যদি অতি দ্রুত গ্রেফতার করা না হয় তাহলে বিএনপি’র নেতৃত্বে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.