বর্তমান সরকারের কোনো নৈতিকতা নেই। এরশাদের স্বৈরাচারী আমলেও এত নিষ্ঠুরতা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বললেন, বাংলাদেশের গণতন্ত্র কোমায় আছে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে একত্রিত হয়ে লড়াই করতে হবে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র বলেন, সংবাদমাধ্যম সত্য তুলে ধরে একটি দেশের বিরোধী দলের ভূমিকা পালন করে। সংবাদপত্রের স্বাধীনতা শুধু রাজনৈতিক দলের জন্য নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ।
এ আলোচনা সভায় বক্তারা দাবি করেন, সরকারের চাপে গণমাধ্যম সঠিক তথ্য তুলে ধরতে পারছে না। সমালোচনা করলে সাংবাদিকদের জেল খাটতে হচ্ছে।