বলিউডের তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। ২০০১ সালে বিয়ের পর দাম্পত্য জীবনে প্রায় দুই যুগের মতো সময় এক ছাদের নিচে কাটিয়ে ফেলেছেন এই জুটি। দুজনের সংসারে রয়েছে একটি পুত্র ও একটি কন্যা সন্তান।
আগামী জুলাইয়ে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানির বিয়ে। চলতি মার্চ মাসেই ছিল তাদের প্রাক-বিয়ে অনুষ্ঠান। এতে বলিউডের অধিকাংশ তারকাই যোগ দিয়েছিলেন। এ তালিকায় ছিলেন অক্ষয়-টুইঙ্কেল দম্পতিও। মুকেশ আম্বানির পুত্রের বিয়েতে এত লোক সমাগম ও এলাহি আয়োজন দেখে যেমন মুগ্ধ, তেমনি ভীত টুইঙ্কেল। এ কারণে নিজের ছেলে-মেয়েকে পালিয়ে বিয়ে করার কথা বলেন এই অভিনেত্রী।
২০০১ সালের ১৭ জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার। এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় ২০০২ সালে। তাদের নিতারা কুমার নামে একটি কন্যা সন্তানও রয়েছে। ২০১২ সালে তার জন্ম হয়। আরাভ-নিতারা কাউকেই মিডিয়ায় দেখা যায় না বললেই চলে!