বাংলা সংবাদ মাধ্যম

শাজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন

ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যকরী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ এর শাজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করা হয়েছে ।

রবিবার (২৮ শে এপ্রিল) দুপুরে রাজধানীর কমলাপুর কাস্টমস হাউস আইসিডির মূল ফটোকে নির্বাচনী ক্যাম্প উদ্বোধনের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক কাস্টমস সম্পাদক মোঃ মুজিবুর রহমান এবং নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন শাজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদের সভাপতি পদপ্রার্থী মোঃ শাহজাহান আলী মন্ডল।

উদ্বোধন শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে শাজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আগামী নির্বাচনে শাজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদকে সবার সেরা পরিষদ হিসাবে উল্লেখ করে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহান-পাটোয়ারী-ফারুক পরিষদের সভাপতি পদপ্রার্থী মোঃ শাহজাহান আলী মন্ডল, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মোস্তফা হোসেন পাটোয়ারী,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফারুক আলম, এস এ এস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী এবং সহ-সভাপতি পদ প্রার্থী রফিকুল ইসলাম, শেখ মোহাম্মদ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ শাহজাহান, শরীফ লিয়াকত হোসেন দিপু, সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী শরিফুল ইসলাম স্বপন, অর্থ সম্পাদক পদ প্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক পদ প্রার্থী কাজী সাইফুল ইসলাম সোহেল, যুগ্ম দপ্তর সম্পাদক পদ প্রার্থী মোঃ আসাদুল্লাহ,, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ প্রার্থী মীর শামসুল আলম লিপটন,, নির্বাহী সদস্য প্রার্থী মোঃ গোলাম মোস্তফা, আসাদ মাহমুদ অনিক, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ মিঠু মিয়া, ইব্রাহিম উদ্দিন ইমু, মাদারীপুর ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী সেলিম আজাদ, প্রশিক্ষণ তথ্য ও গবেষণা সম্পাদক পদ প্রার্থী মোঃ রবিউল্লাহ ভূঁইয়া, এস ইউ আহমেদ এন্ড সন্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন, রোকেয়া এন্টারপ্রাইজ এর সত্যধাধিকারী মোঃ মজিবুর রহমান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Leave A Reply

Your email address will not be published.