বাংলা সংবাদ মাধ্যম

বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না: কাদের

বিএনপি বাঙ্গালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে না। তাই তারা বাংলা নববর্ষ বরণের আয়োজন নিয়ে সমালোচনা করে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কারাবন্দি নেতাদের তালিকা নিয়ে আবারও মিথ্যা অভিযোগ করছে। বিএনপির ৬০ লাখ কারাবন্দি নেতাকর্মীর তালিকা প্রকাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান তিনি। তা না করতে পারলে মিথ্যাচারের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, মানুষের সমর্থন না পাওয়ায় বিএনপি আন্দোলনের সাহস, সামর্থ্য ও শক্তি হারিয়ে ফেলেছে। এছাড়া, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.