বাংলা সংবাদ মাধ্যম

প্রতিদান ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ

শান্তি, সেবা, মানবতা এ প্রতিপাদ্য নিয়ে প্রতিদান ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে অক্টোবর সোমবার রাজধানীর চকবাজার আমানিয়া চাইনিজ রেস্টুরেন্টে  এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুজ্জাহের জাহিদ ভূঁইয়া । সভাপতিত্ব করেন, প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মজিদুর রহমান রকি, সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আলী মোঃ ইয়াকুব। এছাড়াও শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, মহসিন খালেক, মোঃ আশিক উদ্দিন সৈনিক, মোঃ ছালেউদ্দিন, নাসির উদ্দিন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, অর্থ বিষয়ক সম্পাদক এম এস রুহেল, প্রচার সম্পাদক আবুল কালাম আবু, ক্রিয়া সম্পাদক মোঃ আবুল কালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন বুলু, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ আবুল হাসিম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা খুশি, সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত করা হয়, পরে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুজ্জাহের জাহিদ ভূঁইয়া।

শপথ শেষে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এবং ফুলের মালা পরিয়ে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক। সবশেষে নৈশ ভোজ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।

Leave A Reply

Your email address will not be published.