বাংলা সংবাদ মাধ্যম

ঢাকায় নির্ধারিত সড়কে অটোরিকশা চলবে

রাজধানীতে নির্ধারিত সড়কে অটোরিকশা চালাতে সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) মন্ত্রিসভার বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ কথা জানান।

আরও জানিয়েছেন, সড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তের বিষয়টি জানতেন না প্রধানমন্ত্রী। তাদের জীবন-জীবিকার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন সরকারপ্রধান।

মন্ত্রিসভার বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার আইন-২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। নতুন আইনে সিইসির মর্যাদা হবে আপিল বিভাগের বিচারপতির সমান ও বেতন এক লাখ ৫ হাজার টাকা। অন্যান্য কমিশনাররা হাইকোর্টের বিচারপতির সমান মর্যাদা পাবেন।

এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগামী বছর থেকে এই পুরস্কার দেয়া হবে। প্রতি ২ বছর পরপর এই পুরস্কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জুরিবোর্ডের মাধ্যমে ঘোষণা করা হবে। পুরস্কার হিসেবে ১ লাখ মার্কিন ডলার এবং ১৮ ক্যারেটের ৫০ গ্রামের স্বর্ণপদক দেয়া হবে। এর জন্য ফান্ড গঠন করে অনুদান নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.