বাংলা সংবাদ মাধ্যম

ড্রেসিংরুমে ধূমপান করে সমালোচনার মুখে পাকিস্তানি তারকা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শাসরুদ্ধকর ফাইনালে মুলতান সুলতানসকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।

গতকাল সোমবার ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে বসে ধূমপান করে সমালোচনার মুখে পড়েছেন শিরোপাজয়ী ইসলামাবাদের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।

ফাইনাল ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের নায়ক পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ৪ ওভারে মাত্র ২৩ রানে পাঁচ উইকেট শিকার করে ম্যাচসেরা হওয়া এই তারকা ধূমপান করে বিতর্কের জন্মও দিয়েছেন।

খেলার সময় ধূমপান নিয়ম বহির্ভূত, সেটি যেকোনো টুর্নামেন্টে। ম্যাচের মাঝেই সাজঘরে ইমামের ধূমপান ক্যামেরায় ধরা পড়লে তড়িঘড়ি করে সিগারেট লুকিয়ে ফেলেন।

গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকে ঘরোয়া লিগে খেলে যাচ্ছেন ৩৫ বছর বয়সি এই তারকা অলরাউন্ডার।

Leave A Reply

Your email address will not be published.