বাংলা সংবাদ মাধ্যম

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা জোরদার করার নির্দেশ রাষ্ট্রপতির

জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বঙ্গভবনে বিইআরসি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তাই জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে জোর দিতে হবে। এ সময়, এই বিষয়ে বিইআরসিকে গবেষণা কার্যক্রম জোরদার করতেও নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে। রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দেবেন।

কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিন এ সময় বিইআরসির কার্যক্রমের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন। রাষ্ট্রপ্রধানও কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.