চলাচলের রাস্তাকে কেন্দ্র করে জান্নাতুল বকিয়া লাকী তার শিশু সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা।
উখিয়া থানার দক্ষিণ সোনাইছড়ি ২নং ওয়ার্ডে ১নং জালিয়া পালং কাশেম মার্কেট বায়তুশ শরীফ রোডে চলাচলের রাস্তাকে কেন্দ্র করে জান্নাতুল বকিয়া লাকি (৩১) তার শিশুসন্তান সহ পরিবারের অন্যান্য সদস্যদেরকে কুপিয়ে জখম করেছে,একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ১/আলী আজম ২/ইউসুফ নুর সহ সৈয়দ নূর,নুরুল আফসার,বাবুল আফসার,শহীদুল্লাহ,শফিউল আজম গং।
অভিযোক্তদের বিরুদ্ধে থানায় মামলা হওয়া সত্ত্বেও দিব্যি ঘুরে বেড়াচ্ছেন,এবং মামলা উঠিয়ে নিতে হুমকি দিচ্ছে ভুক্তভোগীদের।
আসামীরা প্রভাবশালী তাই থানায় মামলা হওয়া সত্ত্বেও গ্রেপ্তার করছেন না প্রশাসন।