বাংলা সংবাদ মাধ্যম

গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদনঃ কাইয়ুম হোসেনঃ  বরিশাল জেলার গৌরনদীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালী ও র‌্যালি পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা,পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৫ই নভেম্বর সকালে উপজেলার টরকী, আশোকাঠী, নাহার সিনেমা থেকে র‌্যালি উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,বারবার কারা নির্যাতিত নেতা, বিএনপি মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক জননেতা এম জহির উদ্দিন স্বপন।

র‌্যালি গুলো উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সমাবেশ স্থল উপজেলা ঈদগা মাঠে জড়ো হয়। এসময় বিভিন্ন দলিও ব্যানার ফেস্টুন প্লাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতা কর্মীরা।

র‌্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না,  গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মোঃ ফরিদ মিয়া, বারশাল জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়্যেদুল আলম খান সেন্টু প্রমুখ। সমাবেশে  বরিশাল-১ আসনের গৌরনদী আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রেলি পরবর্তী আলোচনা সভায় জননেতা এম জহির উদ্দিন স্বপন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিনি অত্র এলাকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, জনগণ আপনাদের পক্ষে থাকতে ন্যায়ের পক্ষে এবং অন্যের বিরুদ্ধে দাঁড়াতে আপনারা কুন্ঠাবোধ করবেন না

Leave A Reply

Your email address will not be published.