বাংলা সংবাদ মাধ্যম

গণতন্ত্রের নির্বাচন করে ইসলাম কায়েমের স্বপ্ন জাহান্নামের পথ-ইসলামী সমাজ

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন করে ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েমের স্বপ্ন জাহান্নামের পথ-বলেছেন ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ুন কবীর। ৯ই আগস্ট শনিবার বাদ আসর রাজধানীর ডেমরা সাইনবোর্ড বাসস্ট্যান্ডে ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থার মূলোৎপাটন এবং বৈষম্যমুক্ত  ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল কুরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামী সমাজের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মোঃ সালেহ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিভাগীয় অঞ্চল ২ এর দায়িত্বশীল মোঃ ইয়াসিন সহ অন্যান্য ব্যক্তিবর্গ ।

সমাবেশে দল মত নির্বিশেষে বিপুল পরিমাণ মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের শীর্ষ নেতা হযরত সৈয়দ হুমায়ুন কবীর-মানব জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আল কুরআন বিরোধী সংবিধান উল্লেখ করে বলেন যে সমাজ ও রাষ্ট্রে আল কুরআন বিরোধী সংবিধান থাকবে সেখানকার মানুষগুলি হবে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট ।

এসময় তিনি  দলমত নির্বিশেষে সকলকে ইসলামী সমাজের সাথে সামিল হয়ে আল কুরআনের আইন, বিধান প্রতিষ্ঠার ঈমানী, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.