বাংলা সংবাদ মাধ্যম

একদিনের ব্যবধানে মারা গেলেন অভিনেত্রী ও তার বোন

জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি। শুক্রবার (৮ মার্চ) মারা গেছেন তিনি। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যানসারে আক্রান্ত ছিলেন।

এদিকে অভিনেত্রী মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অমনদীপ সোহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রীর পরিবার।

ওই পোস্টে জানানো হয়েছে, ‘আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ দুপুরেই ওর শেষকৃত্য সম্পন্ন হবে।

অমদীপের মৃত্যুর পর তাদের ভাই জানিয়েছিলেন, ‘হ্যাঁ, এটা ঠিক যে অমনদীপ আর নেই। ডলিও অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় এমারজেন্সিতে ভর্তি। আমরা এখনও ওর বিষয়ে চিকিৎসককে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারিনি।’

ডলি সোহি হিন্দি ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। কিছুদিন আগে ‘ঝনক’ শোতে অংশ নিয়েছিলেন ডলি। কিন্তু শরীরে ক্যানসার থাবা বসালে তাকে সেই শো মাঝপথেই ছাড়তে হয়। কেমোথেরাপির পর তিনি এক টানা অনেকক্ষণ শুট করতে পারতেন না।

Leave A Reply

Your email address will not be published.