পাঁচ-দশ হাজার নয়! বরং তিন কোটি রুপির কেক পেয়েছেন উপহার হিসেবে। তাও আবার সাধারণ কোন কেক নয়! সোনার তৈরি কেক। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে এমনই এক অদ্ভুত কেক জন্মদিনে উপহার দিয়েছেন ভারতের জনপ্রিয় র্যাপার হানি সিং। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত রোববার ছিল উর্বশীর জন্মদিন। কেকটি তৈরি করা হয়েছে ২৪ ক্যারেট খাঁটি সোনা দিয়ে। কেকটির দাম ভারতীয় রুপিতে তিন কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি টাকা।
উপহার প্রসঙ্গে হানি সিং বলেন, উর্বশীর মতো গ্লোবাল সুপারস্টার রাজকীয় ট্রিট প্রাপ্য। তার মতো সুন্দরীও দুনিয়ায় বিরল। যার কারণে এই বিশেষ কেকটি তাকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিই। সোনার কেক উপহারে পেয়ে বেশ আনন্দিত উর্বশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে হানিকে ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।