বাংলা সংবাদ মাধ্যম

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে ঢাকা ছাড়ছেন জায়েদ

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান এখন দেশের চেয়ে দেশের বাইরেই বেশি সময় কাটান। কখনও সিডনি, কখনও আবার লন্ডন। বিশেষ ডাকে সাড়া দিয়ে উড়তে উড়তে চলে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে। 

গত একবছরে জায়েদ খান যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দুবাইসহ প্রায় ১০টি দেশে শো করতে গেছেন। এদিকে দুবাই থেকে ফিরতে না ফিরতেই আবার দেশ ছাড়ছেন জায়েদ খান। শোনা যাচ্ছে, শুক্রবার রাতেই আমেরিকার পথে উড়াল দিচ্ছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে তার আমেরিকা সফরের কথা নিশ্চিত করেন জায়েদ খান। এ সময় জায়েদ খান বলেন, ‘দেশ-বিদেশে পরফর্ম করছি। গতকাল দুবাই থেকে ফিরেছি। এর আগেও যুক্তরাষ্ট্রে গিয়েছি। আবারও সেখানে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে আর রাতে ঢাকা ছাড়বো। সেখানে পারফর্ম করব।’

শোনা যাচ্ছে, জায়েদ খানের ডিগবাজি দেখার ব্যপক আগ্রহ রয়েছে প্রবাসীদের। সে জন্যই বেশ কয়েক বছর ধরে বিদেশী শো গুলোতে জায়েদ খানে একটা  চাহিদা রয়েছে। জায়েদ বলেন, ‘বিদেশের মানুষের কাছে প্রচুর ভালোবাসা পাই। এজন্য বিদেশ থেকে কল এলে আমি ভালোবাসার টানে বার বার ছুটে যাই।’

জানা গেছে, এবার একমাসের সফরে দেশ ছাড়ছেন জায়েদ খান। ৩০ জুন নিউ ইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নেবেন তিনি। সেখান থেকে আবার উড়াল দেবেন কানাডায়। সেখানেও একটি শো রয়েছে তার। যুক্তরাষ্ট্রে ফিরে লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডাতে শো আছে, সেগুলোতেও উপস্থিত থাকবেন তিনি।

শিল্পী সমিতি থেকে বেরিয়ে এদেশ ওদেশ করে দারুণ সময় কাটাচ্ছেন জায়েদ খান। এর আগে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের যখন দায়িত্বে ছিলেন জায়েদ, তখন বিদেশ থেকে কল আসলেও তিনি রাজি হননি। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘তখন বিদেশ গেলে অনেকে বলতো সমিতির নাম ভাঙিয়ে বিদেশ যাচ্ছি। এখন কাধে সমিতির দায়িত্ব নেই। তাই বিদেশ ট্যুরগুলো হাতছাড়া করি না।’

উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’ মুক্তি পেয়েছে। যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন মৌসুমী ও ওমর সানী। এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, স্নিগ্ধা, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। যদিও জায়েদ তার অভিনয় বা তার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন।

Leave A Reply

Your email address will not be published.