নিজস্ব প্রতিবেদকঃ সবার সর্বসম্মতিক্রমে সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইমাম হোসেন উজ্জল বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এ্যাসোসিয়েশন এর পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন। ২৪ আগস্ট, ২০২৫ রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কনফারেন্স রুমে বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এ্যাসোসিয়েশনের জরুরী তলবী সভার সিদ্ধান্তের মাধ্যমে উপস্থিত বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এ্যাসোসিয়েশনের উদ্যোক্তা, সদস্য, কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ সহ বিভিন্ন জেলা থেকে আগত জেলার নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল সদস্যগণের সম্মতিক্রমে এই এডহক কমিটি গঠন করা হয়।
এডহক কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান, সদস্য সচিব মুহাম্মাদ ফয়সাল, যুগ্ম সদস্য সচিব জনাব আবু সায়েম রেজাউল করিম চৌধুরী রুবেল সহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নবগঠিত এডহক কমিটি দ্রুত সময়ের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে বলে আশ্বস্ত করেন নব নিযুক্ত এডহক কমিটি।
নবগঠিত এডহক কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান সাবেক কেন্দ্রীয় কমিটির উদ্যোক্তা সদস্যগণ কার্যনির্বাহী পরিষদের সকল নেতৃবৃন্দ সহ এ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, হিরো ইলেকট্রনিক ঢাকা। সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী প্রোপাইটার মেসার্স কুমার খালী ইলেকট্রনিক্স।
টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সায়েম এর সঞ্চালনায় বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এ্যাসোসিয়েশনের তলবী সভা ও নতুন এডহক কমিটি গঠন অনুষ্ঠানে মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল আবেদী, বিশেষ অতিথি মোহাম্মদ আইয়ুব আলী, ইমাম হোসেন উজ্জ্বল, ফয়সাল ভূঁইয়া সহ সমগ্র বাংলাদেশ থেকে আগত উদ্যোক্তা সদস্যগণ কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ সকল বিভাগ ও জেলা শহর থেকে আগত জেলা নেতৃবৃন্দ সমন্বয়ে পূর্বের কমিটি বিলুপ্ত এবং নতুন করে এডহক কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন।