বাংলা সংবাদ মাধ্যম

জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম: মেহজাবীন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পড়ে যাওয়া নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট করেছেন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন তার হিসাব তুলে ধরেছেন।

মেহজাবীনের এ পোস্টের পেছনে অবশ্য কারণ আছে। স্টেজ শো করতে গিয়ে নিরব-অপু পড়ে গিয়েছিলেন নাচ করতে করতেই। সে ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। অনুরোধ করেও দুষ্টু নেটিজেনদের থামাতে পারেননি অপু বিশ্বাস।

এ ঘটনায় নিরব-অপুর পক্ষে অবস্থান নিয়েছেন শোবিজের অনেক তারকা। মেহজাবীনও তাদের মধ্যে একজন। ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। বেশ কয়েকটি ঘটনা মনে আছে। ক্লাস সিক্সে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০-৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বুফে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বুফে টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।’

ভয়ংকর ঘটনার স্মৃতিচারণও করেছেন মেহজাবীন। লিখেছেন, ‘শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি, সিঁড়ি থেকে নামছিলাম ফোন এ টেক্সট করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারত কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সট করব না, কসম কাটলাম।’

সবশেষ মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ‘ঝামেলা’। প্রায় প্রতিদিনই পড়ি।’ নেটিজেনদের উদ্দেশে তিনি লিখেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’

Leave A Reply

Your email address will not be published.