বাংলা সংবাদ মাধ্যম

আবার জুটি বাঁধল অতনু ঘোষ-প্রসেনজিৎ

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক অতনু ঘোষের সঙ্গে ফের জুটি বাঁধল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবারে ‘শেষ পাতা’র গল্প নিয়ে আসছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’ এরপর ‘শেষ পাতা’ পরিচালক অতনু ঘোষের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তৃতীয় ছবি। আগের দুটো ছবিতে একেবারে নিজেকে ভেঙে দর্শকদের সামনে এসেছিলেন বুম্বা দা। এ ছবিতেও তার ব্যতিক্রম নয়। একমাথা পাকা চুল হলেও মাথায় টাক পড়ার আভাস, চোখে কালো মোটা প্রেমের চশমা, মুখে রুগ্নতার ছাপ।

সেই সঙ্গে মুখভর্তি কাঁচা-পাকা দাঁড়ি, গালের এক অংশে কালো দাগ, চোখের নিচে কালি এ লুকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চেনা বেশ মুশকিল। গল্পে সাহিত্যিক বাল্মিকী সেনগুপ্তর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

ঋণকে কেন্দ্র করে এক মনস্তত্ত্বের গল্প নিয়ে এগোবে ছবির কাহিনি। একেবারে একাকী হয়ে শহরের একটি বাড়িতে থাকেন সাহিত্যিক বাল্মিকী সেনগুপ্ত। তার অতীতের যে গৌরব, সেটা আর কেউ মনে রাখেনি।

কিন্তু তিনি আজও একটি ঋণে আটকে আছেন। তার ঋণের সেই বোঝাও রয়েছে। আর সেই ঋণ উদ্ধার করতে আসে সৌনক (বিক্রম চট্টোপাধ্যায়) নামে এক ছেলে। এ নিয়েই এগোয় গোটা ছবির গল্প।

ছবিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন গার্গী রায় চৌধুরী। এছাড়াও বিক্রম চট্টোপাধ্যায় এবং রায়তি ভট্টাচার্যও থাকছেন এই ছবিতে। ছবির সঙ্গীত আয়োজনের দায়িত্বে দেবজ্যোতি মিশ্র। এই পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে ‘শেষ পাতা’।

Leave A Reply

Your email address will not be published.