বাংলা সংবাদ মাধ্যম

মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ মহান বিজয় দিবস উপলক্ষে মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭১ এর বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ১৬ই ডিসেম্বর সোমবার সকালে সাভার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেদিতে ফুল দেয়ার পর শহীদদের স্মরণে কিছু সময় দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মাহিলাড়া কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ কাইয়ুম হোসেন ও হাসিবুর রহমানসহ আরো অনেকে।

Leave A Reply

Your email address will not be published.