রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজারীবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার অকাল মৃত্যতে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২শে নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর হাজারীবাগ মডেল ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা, সাবেক কমিশনার, বিশিষ্ট সমাজ সেবক মুজিবুর রহমান মজু , ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য, আবুল খায়ের লিটন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, নূরুল হক আরজু, সাবেক সাধারণ সম্পাদক, হাজী ফারুক হোসেন, হাজারী বাগ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন ও আলী জামান সহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ। এসময় বক্তারা জিয়াউর রহমান জিয়ার হত্যাকারীদের বিচারের দাবি করেন। সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও তাবারক বিতন করা হয়।