ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে মে শনিবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট দুটি প্যানেল অংশগ্রহণ করে। একটি মোশতাক,বাবলা এলাইছ পরিষদ, অণ্যটি জসীম উদ্দীন, আহাদ জুয়েল, মোজাম্মেল আলী পরিষদ। সকাল ৯ ঘটিকা থেকে ভোট শুরু হয় বিকেল তিনটা পর্যন্ত ভোট চলতে থাকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ভোট গণনা চলছে। আনুমানিক বিকেল ৫টা নাগাদ ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের পরিবেশ জানতে চাইলে মোস্তাক বাবলা এলাইছ পরিষদের প্রচার সম্পাদক পদপ্রার্থী সৈয়দ তানজীল মুক্তাদির রাফি বলেন…
উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে আশা করি ভোটার আমাদেরকে নির্বাচিত করবে এবং আমাদের নির্বাচিত করলে আমাদের ইশতেহার অনুযায়ী আমরা সংগঠনের উন্নয়নের জন্য কাজ করে যাব।