আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন,শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা, বিএনপি কাগজের বাঘ হয়ে গেছে। কাগজে বাঘের ছবি থাকলেও হুংকার দিতে পারে না। একমাত্র শেখ হাসিনাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন।

বুধবার (২২ মে) দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্যজীবী লীগের সভাপতি মো. সায়ীদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া , আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম প্রমুখ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।


প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাটি সঞ্চালনা করেন মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নষ্কর।

এছাড়াও মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ আলম,ঢাকা মহানগর উত্তরের সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক আব্দুর জলিল, ঢাকা দক্ষিনের সাধারন সম্পাদক জাকেদ পারভেজ অপু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

আলোচনা সভার আগে সকাল ৮ ঘটিকায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দৎ।

