বাবাকে হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেত্রীর বাবা আমির হোসেন।
জানা যায়, গত কয়েক বছর ধরে পপির বাবা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এদিকে বাবার মৃত্যুর খবরে দীর্ঘ ৩ বছরের আড়াল ভেঙে খুলনায় ছুটে গেছেন পপি। তবে সেখানে প্রকাশ্যে আসেননি তিনি। বেশ সাবধানতা অবলম্বন করেই বাবাকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন এই অভিনেত্রী।
পপির পারিবারিক সূত্রের খবর, সোমবার বিকেলেই খুলনায় পৌঁছান পপি। সেখানে একটি সাদা গাড়িতে করে হাজির হন তিনি। পরণে ছিল কালো পোশাক। সঙ্গে স্বামী-সন্তানও উপস্থিত ছিল বলে নিশ্চিত হওয়া গেছে।
এদিন খুলনায় নিজ বাড়িতে পৌঁছে নিকট আত্মীয় ব্যতীত কারো সঙ্গে দেখা করেননি এই অভিনেত্রী। এমনকি বাড়িতেও বেশি সময় অবস্থান করেননি তিনি। যতটুকু সময় ছিলেন, চেষ্টা করেছেন নিজেকে ঘরবন্দি করে রাখতে।