বাংলা সংবাদ মাধ্যম

সরকার নিয়ন্ত্রিত ভোট হবে জানি, তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেবো: জিএম কাদের

আওয়ামী লীগ উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা না করলেও জাতীয় পার্টি দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বলেন, আমরা জানি সরকার নিয়ন্ত্রিত ভোট হবে। তারপরও উপজেলা নির্বাচনে অংশ নেবো। এর মাধ্যমে ভোটে সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি জনগণের কাছে তুলে ধরবো।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি প্রতীক নিয়েই নির্বাচন করবে। আওয়ামী লীগ বলেছে তাদের কাউকে দলীয় প্রতীক দেবে না। যেহেতু সবজায়গায় তাদের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে চায়; সেটিকে তারা নিরুৎসাহিত করছে না। জাতীয় নির্বাচনেও সেটি করেছে। আমাদের ব্যাপারে আইন আছে প্রতীক নিয়ে নির্বাচন করার, তাই প্রতীক নিয়েই নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন পর্যন্ত এটিই জাতীয় পার্টির সিদ্ধান্ত।

দেশের অবস্থা ভালো নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় এই নেতা বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। এই পরিস্থিতির উন্নয়নে সরকারের সকল পদক্ষেপ ব্যর্থ। সে কারণে দেশে বেকারত্ব বাড়ছে। তারা নানা পদক্ষেপের কথা বলছে, তবে কার্যকর কিছুই হচ্ছে না।

Leave A Reply

Your email address will not be published.