বাংলা সংবাদ মাধ্যম

ন্যাশনাল হাসপাতালে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: সাঈদ খোকন

পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মিলনায়তনে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে স্বপ্নের কথা বলেছেন, সেটা স্মার্ট বাংলাদেশ। আমরা যদি ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালকে স্মার্ট হাসপাতালে ট্রান্সফার করতে পারি, তাহলে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখতে পারবো। এ জন্য সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে আমাদের স্মার্ট বাংলাদেশে রূপ দিয়েছেন। আমরা ১৫ বছর আগে যে বাংলাদেশ দেখেছি এবং বর্তমানে যে বাংলাদেশ দেখছি, তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন, তখন নানা স্তরে সমালোচনার সৃষ্টি হয়েছিল। যখন তার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটালাইজড হওয়া শুরু করলো, বিভিন্ন সেবা ডিজিটাল হতে শুরু করলো, তখন মানুষ বিষয়টা বুঝতে শুরু করে। আজ বলতে পারি, প্রধানমন্ত্রীর যে ভিশন, তা আজ বাস্তব। ভবিষ্যতে তার নেতৃত্বেই বাংলাদেশ স্মার্ট হবে, ইনশা আল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফাত আরা, উপাধ্যক্ষ মিজানুর রহমান কল্যাণ, কলেজের গভর্নিং বডির সদস্য আইয়ুব আলী খান প্রমুখ।

 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত হন।

 

Leave A Reply

Your email address will not be published.