আসন্ন ৭ই জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে জামাত-বিএনপি ডাকা হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস এর প্রতিবাদে রোড শো করার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮শে ডিসেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগের কার্যালয় এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রোড শোতে তারা ঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে বলে জানিয়েছেন, এতে অংশগ্রহণ করবে ১৮ টি পিকআপ ভ্যান, শিল্পী ও বাদ্যযন্ত্র, ব্যানার ফেস্টুন সহ প্রায় শতাধিক ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতা কর্মীরা ।
এ সময় বক্তারা বলেন হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে হত্যা করছে, জামাত-বিএনপি, এই অপশক্তি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে, প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবাসী বান্ধব আওয়ামী লীগ সরকারকে আবারো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়ে।
এ সময় উপস্থিত ছিলেন, সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, ফিনল্যান্ড আওয়ামী লীগের সালেহ্ আহমেদ, পোল্যান্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান। ইতালি আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল, সুইডেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী খান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, গ্রীস আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, সুইডেন আওয়ামী লীগের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা বাসার, ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিব চৌধুরী, গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি আল আমিন, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, ডেনমার্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম খালাসী, পোল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুজ্জামান, বেলজজিয়াম আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামান, কার্যকরি সদস্য শেখ শেখ নিজাম উদ্দীন প্রমুখ।