রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার অফিস শুক্রবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক বিষ্ণু পদ মন্ডল।
ঐক্য পরিষদের সদস্য সচিব কিরণ শংকর চ্যাটার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, এস আই সুব্রত দেবনাথ।
বক্তব্য রাখেন ইউপি সদস্য স্বপন বৈদ্য, মহাদেব মন্ডল, শিক্ষক সনজিত দাশ, রনজিৎ দেবনাথ, রনজিৎ মালো, প্রভাষক পৃথিশ গায়েন, শিক্ষক শংকর কুমার, সমীর কুমার, উমেশ রায়, প্রভাষক পথিক মন্ডল, সুরঞ্জন মন্ডল সহ বিভিন্ন ইউনিয়ন কমিটি ও উপজেলা কমিটির সদস্যবৃন্দ।
বক্তারা সাংগাঠনিক কার্যক্রম বৃদ্ধি , অফিস পরিচালনা বিষয়ে আলোচনা করেন।