বাংলা সংবাদ মাধ্যম

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে প্রচারণায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশন

ডেঙ্গু প্রতিরোধে আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জনসাধারণকে সচেতন করে তুলতে আলোচনা সভা, র‌্যালি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বাড্ডার সাতারকুলে ৩৮ নং কাউন্সিলর অফিস প্রাঙ্গনে এ উপলক্ষে জনসচেতনতামূলক এক সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী সুলতানা রাজিয়া। আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এসএম সামসুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মাস্টার, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের বাড্ডা থানা সভাপতি এ্যাড. নাজমা সুলতানা নীলা, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন রব্বানী প্রমুখ।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- পূর্বাচল ইউনিট আওয়ামী লীগ নেতা মো. স্বপন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক অপর্ণা বিশ্বাস, এনামুল হক প্রধান প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা ডেঙ্গু প্রতিরোধে করণীয় প্রসঙ্গে আলোচনা করেন। এসময় তারা বাড়ির আশপাশ যতটা সম্ভব পরিষ্কার রাখার পরামর্শ দেন। ঘরের ভেতরে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করতে বলেন। মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করার পরামর্শ দেন। এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানো এবং মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহারের পরামর্শ দেন বক্তারা। পাশাপাশি শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি হওয়ার পাশাপাশি কিছু লক্ষণ দেখা দিলে ডেঙ্গু সন্দেহে নিকটস্থ চিকিৎসকের দারস্থ হবার পরামর্শ দেন তারা।

সভা শেষে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনের সড়কে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে গণসংযোগের মাধ্যমে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সম্বলিত লিফলেট প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.