কাইয়ুম হোসেনঃ
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নাম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি। ৭ই মার্চ বৃহস্প্রতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর প্রকৃতিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নেতাকর্মীদের সাথে নিয়ে তারা এ ফুলের শ্রদ্ধা অর্পণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি রওশন হোসেন পাঠান শরৎ, কার্যকারী সভাপতি, এম এ মিলন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার, সহ-সভাপতি- জুলহাস চৌধুরী পলাশ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুল হক, দপ্তর সম্পাদক,মুরশিদুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক, শাহিন তুলমুন সানি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক, হাসি বেগমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থানা ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ ।