বাংলা সংবাদ মাধ্যম

সুপার ওভারে জিতল সাকিবের গল টাইটান্স

লঙ্কান প্রিমিয়ার লিগে(এলপিএল) টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ডাম্বুল্লাহ অরাকে সুপার ওভারে হারাল সাকিব আল হাসানের গল টাইটান্স। শুরুতে নেমে ১৮০ রান তুলে গল। জবাবে ডাম্বুল্লাহও করে ১৮০ রান। পরে সুপার ওভারে ৯ রান তুলে ডাম্বুল্লাহ। জবাবে ৩ বল হাতে রেখেই জয় পায় সাকিবের দল।

কলম্বোতে ম্যাচের শুরুতে টস জিতে গলকে ব্যাট করার আমন্ত্রণ জানান ডাম্বুল্লাহ দলনেতা কুশল মেন্ডিস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গলের। ওপেনিং জুটিতে আসে ২৩ রান। ৩ রানে ফেরেন ওপেনার লাসিথ ক্রোসপুলে।

তবে দ্বিতীয় উইকেটে দারুণ ব্যাট করতে থাকেন শেভন ড্যানিয়াল ও ভানুকা রাজাপাকসে। ২৬ বলে ৩৩ রান করেন ড্যানিয়াল। আর রাজাপাকসের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৮ রান। ১৭ বল খেলে ১৪ রান করেন টিম শেইফার্ট। আর সাকিব আল হাসান করেন মাত্র ১৪ বলে ২৩ রান।

আর শেষদিকে দলনেতা দাসুন শানাকা ২১ বলে ৪২ রানের অপ্রতিরোধ্য একটি ইনিংস খেলেন। আর লাহিরু সামারাকোন ৭ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে মাত্র ২ রানে দুই উইকেট হারায় ডাম্বুল্লাহ। তৃতীয় উইকেটে দলকে জয়ের স্বপ্ন দেখান কুশল পেরেরা ও ধনঞ্জয়া ডি সিলভা। পেরেরা ৪০ ও সিলভা ৪৩ রান করেন। হেইডেন খের ১০ বলে ২০ এবং অ্যালেক্স রোস অপরাজিত থাকেন ২৮ বল খেলে ৩৯ রানে।

Leave A Reply

Your email address will not be published.