রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ জন প্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরে খাদ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত “ও এম এস ট্রাক সেল” এর “শুভ উদ্বোধন” করা হয়েছে। ১৬ই এপ্রিল, বুধবার সকাল ১০ ঘটিকায় জাতীয় পরিবহন পুল মসজিদ প্রাঙ্গনে এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবির । বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার ও জন প্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, পরিচালক (নৌ), (যুগ্ম সচিব), মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী, পরিচালক (সড়ক) (যুগ্ম সচিব) এটিএম কাউছার হোসেন, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারি পরিচালক (সড়ক) মোঃ রেজাউল করিম, সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি পরিবহন পুল শাখা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব ২