রিপোর্টঃকাইয়ুম হোসেনঃ ওমানের ইউনাইটেড সোলার পলিসিলিকন কোম্পানিতে-সদ্য নিয়োগপ্রাপ্ত ৩১ জন কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা দিয়েছে বায়রার সদস্য, ফার্স্ট লিংক বিডি লি: ৬ই জানুয়ারী সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের হোটেল ভিক্টোরির কনফারেন্স হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়রার মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বায়রার যুগ্ম মহাসচিব এবং রিত্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি, এম টিপু সুলতান, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, ফার্স্ট লিংক বিডি লি: এর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ফাস্ট লিংক বিডি লি: এর চেয়ারম্যান মোঃ নূরনবী মিস্টার, অন্যান্য পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বায়রার সদস্যবৃন্দ । অনুষ্ঠানে আগত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ৩১ জন ইঞ্জিনিয়ার, ওমানের সদ্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রধান অতিথি কতৃক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি বায়রার যুগ্ম মহাসচিব এবং রিত্রুটিং এজেন্সিজ ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতানের হাত থেকে ৩১ জন ইঞ্জিনিয়ারদের বিশেষ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বায়রার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বলেন, বায়রার ইতিহাসে এত পেশাদার লোক একসাথে বিদেশে যায়নি। একসাথে এতগুলো ইঞ্জিনিয়ার বিদেশে নিয়োগ করে ফার্স্ট লিংক বিডি লিমিটেড এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, বায়রার পক্ষ থেকে এটিসি গ্রুপ ওমান এর চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রনি (সিআইপি) কে এবং ফার্স্ট লিংক বিডি লিমিটেডকে অভিনন্দন জানান তিনি, তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর অনুরোধ করেন।
উল্লেখ্য ফাস্ট লিঙ্ক বিডি লিমিটেড যার লাইসেন্স নং-আর এল – ১৮৯৮ যার মাধ্যমে এবং বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের নিয়োগপ্রাপ্তি ও ভিসা সংক্রান্ত বিষয়ে এটিসি গ্রুপ ওমান এর চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রনি সিআইপি’র সার্বিক সহযোগীতায় শুধুমাত্র সার্ভিস চার্জ প্রদান করে এক লক্ষ 20 হাজার টাকা বেতনে ৩১জন ইঞ্জিনিয়ার ওমানে নিয়োগপ্রাপ্ত হন। সার্ভিস চার্জ ব্যতীত অন্য কোন খরচ প্রদান করতে হয়নি তাদের । সবশেষে মধ্যাহ্নভোজ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।