বাংলা সংবাদ মাধ্যম

শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের ১ম বার্ষিক সাধারণ সভা পূর্ণব্রহ্ম অনুষ্ঠিত

রিপোর্টঃ কাইয়ুম হোসেনঃ পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ শে নভেম্বর শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি মতুয়া কালিপদ মৃধা এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মতুয়া নৃপেন্দ্র নাথ হীরা এবং অনুষ্ঠান উদ্বোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব মতুয়া মিল্টন বৈদ্য, স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সাধারণ সভা উদযাপন কমিটির আহবায়ক মতুয়া রতন মন্ডল, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সচিব মতুয়া পলাশ মন্ডল, বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মতুয়া তাপস বসু এছাড়াও দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.