বাংলা সংবাদ মাধ্যম

শেখ হাসিনার নয়, অহংকার বেড়েছে বিএনপির: শাজাহান খান

‘সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের কঠোর সমলোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

তিনি বলেন, ‘শেখ হাসিনার অহংকার নয়, অহংকার বেড়েছে বিএনপির। শেখ হাসিনার পিতা দেশ স্বাধীন করেছেন; সে জন্য তিনি কখনই অহংকার করেন না। শেখ হাসিনার সবসময় দেশ ও জনগণের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে।’


বুধবার (১৫ মার্চ) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর এলাকায় খাল খনন কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

এলডিসিভুক্ত দেশগুলোর সম্মেলনে যোগ দেয়ার অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে ‘দাম্ভিকতা’ রয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৪ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।


‘সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ভোট চুরি করে’ – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমলোচনা করে শাজাহান খান বলেন, সুপ্রিম কোর্টে দুটি দল নির্বাচনে অংশগ্রহণ করে। তার মধ্যে একটি দল জয়লাভ করবে, আরেকটি দল পরাজয়বরণ করবে – এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ জয়লাভ করলে, বিএনপি মনে করে নির্বাচন সঠিক হয়নি। বিএনপি জয়লাভ করলে নির্বাচন সঠিক, এটা তাদের ধারণা। সুপ্রিম কোর্টে আইনজীবীরা ভোটার, তারা যাদের ভোট দেবে সেই নির্বাচিত হবে। এ ঘটনাকে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ভিন্নখাতে প্রবাহিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

শাজাহান খান বলেন, ‘বিএনপি নেতা মনে করে, সমাবেশ আর মিছিল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবে। তা কিন্তু পারে নাই। বিএনপি নানা ধরনের কথাবার্তা অনেক আগ থেকেই বলে আসছে, এমনকি এখনও বলছে। ভবিষ্যতে এমন অপপ্রচার করেই যাবে।’


কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফায়েকুজ্জামান বাবুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন টুকুসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.