শাকিব খানের প্রতি প্রযোজকের আইনি নোটিশ
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তোলা সেই প্রযোজক এবার নায়ককে আইনি নোটিশ পাঠিয়েছেন।
প্রযোজক রহমত উল্লাহ বর্তমানে অস্ট্রেলিয়া থাকায় তার পক্ষে আইনি বিষয়টি দেখভাল করছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া।
গত মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টার দিকে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। যদি তিন দিনের মধ্যে নায়ক কোনো সাড়া না দেন, তাহলে প্রযোজক রহমত উল্লাহর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে- এমনটাই জানিয়েছেন তবারাক হোসেন ভুঁইয়ার চেম্বার জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না।
এছাড়াও আইনি নোটিশের কপি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্লাহ। তিনি লিখেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ। লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে আমার প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। গতকাল রাত আনুমানিক ৮টা সময় এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক। যেহেতু বিষয়টি আইনি পদেক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোন বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোন ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন হলে, সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’ নিজের সেই পোস্টে জেএলএসের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্নার ফোন নম্বরও যুক্ত করেছেন রহমত উল্লাহ।