শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি এবং ওয়ানডে শেষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে লঙ্কানরা আর স্বাগতিক টাইগাররা ওয়ানডে সিরিজ জিতেছে। এরপর তাদের সামনে সাদা পোশাকের সিরিজ, আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় প্রথম টেস্টে মুখোমুখি হবে দল দুটি। দীর্ঘতম সংস্করণের সিরিজ থেকে শেষ মুহূর্তে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এছাড়া আগে থেকেই পুরো সফরে নেই সাকিব আল হাসান।
মুশফিকুর রহিমের চোটের কারণে দলে সুযোগ পেয়েছেন তাওহীদ হৃদয়। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে মিস করবেন মিস্টার ডিফেন্ডেবলকে। এ নিয়ে তিনি বলেন, ‘মুশফিকের অভিজ্ঞতা আমরা মিস করব। সে দারুণ ফর্মে ছিল। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া কঠিন। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে চাই। হৃদয় দলে এসেছে, দলে দিপু-সাদমানও আছে। তারা অনেকদিন ধরেই আমাদের সঙ্গে আছে। নতুনদের দেখে নেওয়ার জন্য দারুণ একটা সুযোগ এটি। সুযোগ পেলে দু’হাতে কাজে লাগানো প্রয়োজন।’
শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ২৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। যার মধ্যে তাদের জয় মাত্র একটি, তাও সেটি এসেছিল দেশের বাইরে কলম্বোয়। ২০১৭ সালে ৪ উইকেটে জয়ের পর, আর ফরম্যাটটিতে লঙ্কানদের হারাতে পারেনি টাইগাররা। বিপরীতে লঙ্কাবাহিনী জিতেছে ১৮ টেস্ট, বাকি ৫টি ম্যাচ ড্র হয়েছে। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে চান টাইগার কোচ হাথুরুসিংহে।
ম্যাচ জয়ের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া তো আমরা কন্ট্রোল করতে পারব না। উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা ফ্যাক্ট হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’
বাংলাদেশ-শ্রীলঙ্কার এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রত্যাশা অনেক বেশি বলে উল্লেখ করেন হাথুরু, ‘দলে নতুন অনেক খেলোয়াড় আছে, তারা দলে অনেক এনার্জি নিয়ে আসছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা ঘরের মাঠে একটা সিরিজ খেলেছি। দেশে যদি বেশিরভাগ ম্যাচই জিততে পারি তাহলে শেষদিকের লড়াইয়ে টিকে থাকার সুযোগ পাব।’
উল্লেখ্য, এর আগে ঘরের মাঠে টেস্টে লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। ফরম্যাটটিতে দু’দলের ১০ বারের মুখোমুখি লড়াইয়ে ৭টিতে জিতেছে সফরকারীরা, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে। তাই এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান অর্জনের পাশাপাশি হারের বৃত্ত ভাঙারও চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তদের সামনে।