বাংলা সংবাদ মাধ্যম

রোজায় পণ্যের দাম বাড়ানো অদ্ভুত ব্যাপার : প্রধানমন্ত্রী

পবিত্র রমজান মাসে পণ্যের দাম বাড়ানো অদ্ভুত ব্যাপার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস আসছে। আমি দেশবাসীকে রমজানের অগ্রিম মোবারকবাদ জানাচ্ছি। আমরা মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি, রমজান মাসে দ্রব্যমূল্য যেন সহনশীল পর্যায়ে থাকে সেজন্য ব্যবস্থা নিতে।

তিনি বলেন, এখানে একটা অদ্ভুত ব্যাপার, রমজানে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, মজুত করা হয়। সেগুলো লক্ষ্য রেখেই আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এবং নিত্যপণ্যের সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেজন্য ব্যবস্থা নিতে বলেছি।

সরকারপ্রধান বলেন, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন এবং করোনা অতিমারীর পরই মূলত মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এটা শুধু বাংলাদেশে না, উন্নত দেশগুলোতেও ব্যাপকভাবে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। আমাদের দেশে যেন এটা নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য আমরা ব্যাপকভাবে পদক্ষেপ নিচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.