বাংলা সংবাদ মাধ্যম

রমজানে ৫০ হাজার নিম্নআয়ের মানুষকে পুষ্টিকর খাবার দেবে এবি পার্টি

দেশে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্নমধ্যবিত্ত শ্রেণি। তারা না পারছেন কারও কাছে হাত পাততে, না পারছেন সীমিত আয় দিয়ে সংসার চালাতে। তাই সীমিত সামর্থ্যের ৫০ হাজার মানুষের জন্য রমজানে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিতরণের কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

সোমবার (১১ মার্চ) বিকেল ৩টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

“মাহে রমজানে দ্রব্যমূল্য কমান, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। নৈতিক, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজান হোক প্রেরণা”। এই দাবি ও আহ্বান রেখে সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, রাজনৈতিক দলের কাজ সরকার এবং রাষ্ট্রকে তার দায়িত্ব ও ব্যর্থতা সম্পর্কে সতর্ক করা। পাশাপাশি মানুষকে সচেতন ও উদ্বুদ্ধ করা। সকল নাগরিকদের দুর্দশা লাঘবে রাজনৈতিক দল নিজে কোনো পদক্ষেপ নিতে পারে না এটা সরকারের দায়িত্ব। কিন্তু ডামি সরকারের চরম গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে রাজনৈতিক দলগুলোকে নিজেদের সামর্থ্যানুযায়ী বিপন্ন জনগণের পাশে এসে দাঁড়াতে হয়।

তিনি বলেন, এবি পার্টি রমজানে প্রতিদিন সমস্যাগ্রস্ত ১৫০০ মানুষের জন্য নিরাপদ পুষ্টিকর খাবারের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.