শুধু মনের আবর্জনা নয়, ঢাকা শহরে কেউ ময়লা-আবর্জনা ফেলবো না, বাংলা নববর্ষে এমন প্রতিজ্ঞা করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ এ বিচারপতি শাহাবুদ্দিন পার্কে পহেলা বৈশাখে নববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় পহেলা বৈশাখের অনুষ্ঠান ও ঐতিহ্যকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ মৌলবাদ ও জঙ্গিবাদ বিরোধী একটি দেশ।
গুলশান-বনানী-বারিধারা-উত্তরা অঞ্চলের শিল্পী ও নাগরিক সমাজের উদ্যোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ‘অলি-গলির হালখাতা’ নামে নববর্ষের অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সকাল থেকে নানা রঙের, নানা ঢঙের পোশাক পরে পরিবার-পরিজন নিয়ে লোকজন নববর্ষের অনুষ্ঠানে আসেন। অনুষ্ঠানে নৃত্য ও সঙ্গীত পরিবেশনার পাশাপাশি শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন ও বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা।