আসন্ন মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা ২০২৪-২৫ মেয়াদের নির্বাচন উপলক্ষে মোশতাক বাবলা ও এলাইছ পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মালিবাগের স্কাই সিটি হোটেলের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন যুগ্ম সম্পাদক পদ প্রার্থী মিসেস ফাহিমা খানম চৌধুরী
উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ড. সৈয়দ মোশতাক আহমেদ
সহ সভাপতি পদপ্রার্থী এড. মোঃ জসিম উদ্দিন আহমেদ, মোঃ মানিক মিয়া, মোঃ মতিউর রহমান, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বাবলা, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মোঃ এলাইছ মিঞা , প্রচার সম্পাদক সৈয়দ তানজীল মোক্তাদির রাফি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
পরিচিতি সভায় বক্তারা আগামী ২৫ শে মে সারাদিন সংগঠনকে আরো উন্নত ও শক্তিশালী করতে মোশতাক, বাবলা, এলাইছ পরিষদের পূর্ণ প্যানেলে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। সবশেষে নৈশ ভোজের মাধ্যমে পরিচিতি সভার সমাপ্তি ঘটে।