বাংলা সংবাদ মাধ্যম

মেসিদের বিপক্ষে রোনালদো খেলবেন কিনা জানাল আল-নাসর

ফুটবল বিশ্বের জনপ্রিয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। দু’জনের মুখোমুখি লড়াই এখন আর হরহামেশাই দেখার সুযোগ নেই ভক্তদের। ইউরোপ-ত্যাগী মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে তাই প্রীতি ম্যাচের মতো কোনো আয়োজনের অপেক্ষায় থাকতে হয়। তেমনই এক ম্যাচে আগামীকাল (বাংলাদেশ সময় ১ ফেব্রুয়ারি) রাতে মুখোমুখি হচ্ছে ইন্টার মায়ামি ও আল-নাসর। তবে ম্যাচটিতে থাকছেন না নাসরের পর্তুগিজ সুপারস্টার।

ফুটবল ভক্তদের বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে শোনা গেল এই দুঃসংবাদ। ইনজুরিতে থাকা রোনালদোর ম্যাচটি খেলা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল। যা এবার খোলাসা করেছেন আল-নাসর কোচ লুইস কাস্ত্রো। ইনজুরির পুনর্বাসনে থাকায় মেসি-সুয়ারজেদের বিপক্ষে রোনালদোর খেলা হবে না বলে তিনি নিশ্চিত করেছেন।

আগে থেকেই পায়ের পেশির চোটে ভুগছেন সিআরসেভেন। ধারণা করা হচ্ছিল— তার এই চোট সারিয়ে মাঠে ফিরতে দুই সপ্তাহ লাগতে পারে। যে কারণে চীনে আল-নাসরের পূর্বনির্ধারিত ম্যাচও বাতিল করা হয়েছে। অথচ সেই ম্যাচকে ঘিরে এশিয়ান দেশটিতে ব্যাপক উন্মাদনাও তৈরি হয়। তবে মাচ বাতিল হওয়ায় সেখানকার ফুটবলভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন রোনালদো।

Leave A Reply

Your email address will not be published.