মার্চের শেষ সপ্তাহ যেন মিনি ফুটবল টুর্নামেন্ট!
মরুর বুকে ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে তিন মাস ৪ দিন। বিশ্বকাপ বিরতি শেষেই ক্লাবের খেলায় ব্যস্ত ছিলেন ফুটবলাররা। এবার ক্লাব ফুটবলের বিরতি শেষে ফিরছে আন্তর্জাতিক ফুটবল। বিশ্বমঞ্চে দারুণ সময় কাটিয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বর্তমান চ্যাম্পিয়নরাও প্রীতি ম্যাচ খেলতে দেশে ফিরেছে।
এদিকে অনেক ফুটবলাররা দেশে ফিরে খেলার ভেন্যুতেও পৌঁছে গেছেন। এবার শুধু মাঠে নামার পালা বিশ্বমঞ্চের তারকাদের। বিশ্বকাপ বিরতি শেষে দেশের হয়ে আবারও মাঠে নামার অপেক্ষায় আর্জেন্টাইনদের প্রাণভোমরা লিওনেল মেসি। বয়সের ভাঁজ পড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোতেই আস্থা রেখেছে পর্তুগাল। কিন্তু ব্রাজিলিয়ানদের পোস্টারবয় নেইমার জুনিয়রকে ছাড়াই খেলতে হবে সেলেসাওদের।
মার্চের পুরো শেষ সপ্তাহজুড়েই ভক্ত-সমর্থকদের আবারও ফুটবল উন্মাদনায় মাতাবেন বিশ্বমঞ্চের তারকা-মহাতারকারা। আর তাই মার্চের শেষ সপ্তাহ যেন এক মিনি ফুটবল টুর্নামেন্ট!
চলতি মাসের শেষ সপ্তাহে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে মেসি-বাহিনী। ২৪ মার্চ মেসিদের প্রতিপক্ষ পানামা আর ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে আকাশী-নীল জার্সিধারীরা। দেশের মাটিতে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচ খেলতে এরই মধ্যে পৌঁছে গেছেন লে আলবিসেলেস্তেরা।
শুধু বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই না, মাঠে নামার অপেক্ষায় আছে রোনালদোর পর্তুগাল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে মাঠে নামবে পর্তুগাল ছাড়াও ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, ক্রোয়েশিয়াসহ কাতার বিশ্বকাপ মাতানো অনেক দেশ।
এদিকে এই খেলাগুলোতে দলে ডাক পেয়েছেন অনেক তরুণ ও সম্ভাবনাময়ী ফুটবলাররাও। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেলেও এবার চমক দেখানোর সুযোগ পেয়েছেন তারা।