এমরান হোসেন সোহাগ,নোয়াখালী,চাটখিল প্রতিনিধি:
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাস করার পর একটিভ গ্রুপ নামক কোম্পানি প্রতিষ্ঠা করে, অল্প পরসরে ব্যবসা শুরু করি। এখন আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেখান থেকে আমি আমার গ্রাম ও ইউনিয়ন সহ উপজেলার মানুষের মাঝে বিভিন্ন সহযোগিতা করছি। হাজার হাজার মানুষ আমার প্রতিষ্ঠানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। আমার উপজেলা আমার মায়ের মত- এমন মন্তব্য করেন আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়ন জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহীর উদ্দিন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচ গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবিব সমীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক সামসুল আলম মঞ্জুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম সরওয়ার, উপজেলা আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দিন জসীম,আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাসহ আরো অনেকে।