নির্বাচনে কারচুপি চেষ্টার অভিযোগ তুলে পাকিস্তানের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পিটিআই’র নেতাকর্মীরা। এতে পুলিশের সাথে দফায়-দফায় সংঘর্ষে প্রাণ গেছে ইমরান খান সমর্থিত অন্তত ২ পিটিআই কর্মীর। আহত হয়েছেন অর্ধশত। খবর দ্য ডন’র।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখোয়ার শাংলা অঞ্চলের আলপুরি জেলায় সংঘর্ষে নিহতের এ ঘটনা ঘটে। এছাড়া দেশটির পাঞ্জাব, লাহোর, ইসলাবাদ, করাচিসহ বিভিন্ন দেশটির বিভিন্ন স্থানে চলে এই বিক্ষোভ। এ সময় আটক করা হয় অনেককেই।
পিটিআই’র নেতাকর্মীদের দাবি, ইমরান খান মুক্ত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করার লক্ষ্য নিয়ে সামরিক বাহিনী ষড়যন্ত্র করছে এমন অভিযোগও করেন তারা।