বাংলা সংবাদ মাধ্যম

ব্যাটিংয়ে চেন্নাই, একাদশে আছেন মুস্তাফিজ

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ পেয়েছে চেন্নাই সুপার কিংস। চোট কাটিয়ে দলে ফিরেছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। অবশ্য তাকে রাখা হয়েছে ইম্প্যাক্ট খেলোয়াড়ের তালিকায়। পাথিরানাকে জায়গা দিতে বাদ পড়েছেন জাতীয় দল সতীর্থ মহেশ থিকসানা। 

সিএসকের একাদশে জায়গা ধরে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এদিকে, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মুম্বাই বনাম চেন্নাই —আইপিএলের সবচেয়ে বড় ম্যাচ বলা যেতেই পারে। গত ১৬ আসরের মাঝে ১০টিতেই শিরোপা গেছে এই দুই ফ্র্যাঞ্চাইজির ঘরে। আইপিএলের সবচেয়ে সফল দুই দলের এই লড়াইকে অবশ্য ‘এল ক্লাসিকো’র মর্যাদা দিয়ে রেখেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার মুস্তাফিজ। আছেন সেরা উইকেট সংগ্রাহকের দৌড়েও। অবশ্য ৯ উইকেটের ৮টিই ফিজ শিকার করেছেন চিপকের অপেক্ষাকৃত ধীরগতির পিচে। দারুণ সব সুইংয়ে বিভ্রান্ত করেছেন ব্যাটারদের। সে তুলনায় মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে তাকে খেলতে হবে ফাস্ট বোলিংয়ের উপযুক্ত পিচে। স্বাভাবিকভাবেই কিছুটা পরীক্ষা দিতেই হবে ফিজকে।

 

Leave A Reply

Your email address will not be published.